রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম জয় শেখ (১৫)। তিনি উপজেলার কলিমোহর ইউনিয়নের মাসালিয়া গ্রামের কালাম শেখের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে ভ্যানে কালুখালী যাওয়ার পথে বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় আসলে রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক জয় শেখকে চাপা দেয়। পরে স্থানীয়র তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কুতুব আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) হারুর অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে অজ্ঞাত একটি ট্রাক ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করেনি। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ