রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে বিজয় তঞ্চঙ্গ্যা (৩৫) নামের এক যুবককে মোট ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন।
রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর রায়ে বলা হয়, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১৫ বছর এবং ১৯(এফ) ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিজয় তঞ্চঙ্গ্যাকে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৭ জুলাই কাপ্তাই উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া মধ্যপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে বিজয় তঞ্চঙ্গ্যার বাড়ি থেকে একটি কাঠের বাটযুক্ত এলজি এবং চারটি কার্তুজ জব্দ করা হয়।
এ ঘটনায় চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
তদন্তে উঠে আসে, বিজয় তঞ্চঙ্গ্যা একটি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন।
প্রায় চার বছর ধরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে এসব অভিযোগ প্রমাণিত হয়। অবশেষে আদালত তাকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/নাজিম