সতীর্থের চোট লিয়াম ডসনের টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ার খুলে দিয়েছে। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দলে এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে যোগ করেছে ইংল্যান্ড।
লর্ডস টেস্টের তৃতীয় দিন বাঁ হাতের কনিষ্ঠায় চোট পান শোয়েব বাশির। যা তাকে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির বাকি দুই টেস্টে থেকে ছিটকে দিয়েছে। প্রথম পছন্দের স্পিনারকে হারিয়ে ডসনকে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড।
তিন টেস্টের ক্যারিয়ারে সবশেষটি ২০১৭ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ডসন। জাতীয় দলে সুযোগ না পেলেও সাম্প্রতিক বছরগুলোতে হ্যাম্পশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। ২০২৩ ও ২০২৪ সালে পেশাদার ক্রিকেটারদের সংগঠন-পিসিএ এর ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ২১২ ম্যাচ খেলে ৩৭১ উইকেট নিয়েছেন ডসন। এই সংস্করণে ব্যাট হাতে তার রান ৩৫.২৯ গড়ে ১০ হাজার ৭৩১, সেঞ্চুরি ১৮টি। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই অভিষেক হয় ডসনের। কিন্তু জাতীয় দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। এখন পর্যন্ত ৬ ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন ইংল্যান্ডের জার্সিতে।
সবশেষ ওয়ানডেতে মাঠে নামেন ২০২২ সালের নভেম্বরেঅস্ট্রেলিয়া বিপক্ষে। আর গত মাসে প্রায় তিন বছর পর ইংলিশদের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে ছিলেন যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি।
লর্ডসে রুদ্ধশ্বাস লড়াইয়ের ওই ম্যাচে ২২ রানের জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। আগামী ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু চতুর্থ টেস্ট।
চতুর্থ টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়ান ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ