বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছেন, ‘সমাজের সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আপনারা যেন শিক্ষিত হয়ে নিজের অধিকার আদায় করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করতে বাউবি সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে নীতিমালাও শিথিল করার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
মঙ্গলবার (১৫ জুলাই) দিনব্যাপী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
কর্মশালার শিরোনাম ছিল: ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্তকরণ এবং রাষ্ট্র ও সমাজের মূলধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের করণীয়।’
বিশেষ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালার সভাপতিত্ব করেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিতে উচ্চশিক্ষার সুযোগ অবারিত করা অত্যন্ত জরুরি। বাউবি একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের জীবনের অভিজ্ঞতা ও দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউবির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, আঞ্চলিক পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, এনজিও প্রতিনিধি ও গবেষকরা।
বিডি প্রতিদিন/জামশেদ