ছাত্রজনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'জুলাই' ২৪ চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রশাসন ভবনের পূর্ব পাশে এই চত্বরের উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন আরও বেগবান হয়েছে। এই চত্বর শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরবে।
এতে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত