বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ এবং আগামী দিনের কাণ্ডারি। তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, নিজেদের চাঁদাবাজি আড়াল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে নতুন একটি দল। স্বাধীনতা বিরোধী ও বাংলাদেশকে আফগানিস্তান বানাতে আরও দুই দল নতুন দলকে সাথে নিয়ে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। তারা সংঘাত সৃষ্টির উস্কানি দিচ্ছে। নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় নির্বাচন ঠেকাতে এরা পাগল প্রায়। তবে বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে মিছিলটি ধারা বাইপাস সড়ক থেকে শুরু হয়ে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কসহ ধারা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, নির্বাচনে জিততে পারবে না বলে কিছু দল দেশে সংঘাত সৃষ্টির অপচেষ্টা করছে। এদের সমুচিত জবাব দেয়া হবে। তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করলে ছেড়ে দেয়া হবে না।
মিছিলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত