ভোলায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা শেষে সংক্ষিপ্ত এক পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন জনতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত জনতার বাংলাদেশ।
জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলায় এক পথসভায় এ মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, এনসিপির পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে এই ভোলার মানুষ। তাই তাদের ত্যাগকে কাজে লাগিয়ে আগামী দিনে অন্তর্ভুক্ত, সর্বজনীন বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। দেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার ১৫তম দিনে দুপুরে বরিশাল থেকে ফেরিযোগে দ্বীপ জেলা ভোলায় আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
পরে ভোলা শহরে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়। শহরের বিভিন্ন এলাকা ঘুরে ভোলা প্রেস ক্লাব চত্বরে এক পথসভার আয়োজন করা হয়। এ সময় দেশব্যাপী সন্ত্রাস, লুটপাট, বৈষম্য, চাঁদবাজি থেকে মুক্তি পেতে এনসিপির সঙ্গে থাকার আহ্বান জানান নেতারা। নাহিদ ইসলাম স্বৈরাচার হাসিনার পরিণতির কথা উল্লেখ করে বলেন, আর কোনো নব্য স্বৈরাচারের স্থান এ বাংলার মাটিতে হবে না। তিনি বলেন, ‘গ্যাসের শহর ভোলা, এ জেলার গ্যাসে দেশের বিভিন্ন জেলায় যায় অথচ ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত রেখেছে। এটা ভোলাবাসীর সঙ্গে বৈষম্য করা হচ্ছে। ভোলার মানুষ সংগ্রামী। তারা সাহসী।’ জুলাই আন্দোলনে ভোলার ৫৭ জন শহীদের কথা উল্লেখ করে নাহিদ বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা ভোলাতে। তাই আজ আমরা এসেছি ভোলাবাসীকে আপন করে নিতে। ভোলাবাসীর সঙ্গে আর বৈষম্য করা হবে না, আপনাদের পাশে থাকবে জাতীয় নাগরিক কমিটি।
পথসভায় বক্তব্য রাখেন পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ স্থানীয়রা। পরে ভোলায় শহীদ হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন নেতরা।