গণঅভ্যুত্থান পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, একটা গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তীতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে। এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে মাঝে মাঝে অবনতি ঘটে সেটা যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা অস্বাভাবিক বলে মনে করি না।
আসিফ নজরুল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে আমাদের দেশে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। আমরা এমন পরিস্থিতি আগে সামলেছি আবার ভালো হয়ে গেছে, আবারও ভালো হবে ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/আরাফাত