এশিয়া কাপের নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। চলমান তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টি আজ। যদি লিটনরা জিতে যান, তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবেন টাইগাররা। যদি এমন হয় তাহলে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতবে।
দুই দল এর আগে ২০১২ সালে প্রথমবার টি-২০ সিরিজ খেলেছিল। ১-১ ব্যবধানে ড্র হয়েছিল সিরিজটি। এরপর দুই দল আরও তিনটি ম্যাচ খেলেছিল। সবই টি-২০ বিশ্বকাপে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলতে নামবে বাংলাদেশ-নেদারল্যান্ডস।
প্রথম ম্যাচ ৮ উইকেটের সহজ জয়ে সিরিজে এগিয়ে গেছে লিটন বাহিনী। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজ সোমবার সিরিজ নিশ্চিত করে ফেলতে পারবে লিটন দাসের দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ- সেই প্রশ্ন অনেকেরই। তবে টাইগারদের সহকারী কোচ সালাউদ্দিন ইঙ্গিত দিয়েছেন প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের।
উইনিং কম্বিনেশন ভেঙে বাংলাদেশ যদি একাদশে পরিবর্তন আনেও সেটি হবে ওয়ার্কলোডের কারণে। তাসকিন আহমেদকে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট, যদিও সেটির সম্ভাবনা খুব যে বেশি তা বলা যাবে না। অন্য়থায় দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসার সুযোগ নেই বললেই চলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ