বন্যা পরবর্তী সময়ে ফেনীর ফুলগাজী উপজেলার দুর্গত এলাকার ১৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে ফেনীস্থ ৪ বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মাস্টার নুরুল হক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনটির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিবিজিএম। তার উপস্থিতিতে বিজিবি প্রায় ১৫০০ জন বন্যাকবলিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, কুমিল্লা সেক্টরের সেক্টর মেডিকেল অফিসার মেজর ফাতেহা নাজনীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাদ বিন ইসলাম এবং সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খাঁন। এ ছাড়া গুথুমা বিওপি কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার লক্ষ্যে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বদা তৎপর এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/নাজিম