বগুড়ার ধুনটে গাছ থেকে লালন প্রামাণিক (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট সদরপাড়া গ্রামের ইছামতি নদীর তীর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
লালন ধুনট সদরপাড়া গ্রামের মৃত মতি প্রামাণিকের ছেলে।
ধুনট থানার এসআই নয়ন কুমার জানান, সকালে স্থানীয়রা ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছের ডালের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে মরদেহ গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লালন দীর্ঘদিন ধরে অভাব-অনটনের পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন। এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ