ফ্যাসিবাদ সময়ের ভোটার তালিকা দিয়ে চাঁদপুর সাহিত্য একাডেমীর কমিটি না করে নতুন সদস্য সংযুক্ত করে পরবর্তীতে নির্বাচন দেওয়ার জন্য সাহিত্য একাডেমির সভাপতি ও জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে চাঁদপুর বৈষম্যবিরোধী লেখক সমাজ।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম, চর্যাপদ একাডেমীর মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, হিলশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইন, সহকারী পরিচালক সুলতান মাহমুদুল হাসান, কবি মিজানুর রহমান ও মোহনা সাহিত্য শিল্পগোষ্ঠীর পরিচালক আব্দুল মাজেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চাঁদপুরের সাহিত্যিকরা দীর্ঘ ১৫ বছর ধরে বঞ্চনার শিকার হয়েছে। তাদের চাঁদপুর সাহিত্য একাডেমীর সদস্য হিসেবেও রাখা হয়নি। ফ্যাসিবাদের দোসররা সাহিত্য একাডেমী দখল করে আছে। আর সেই ফ্যাসিবাদী সরকারের সময়ের করা ভোটার তালিকা দিয়ে সাহিত্য একাডেমীর নির্বাচন করা হলে ফ্যাসিবাদকেই পুনর্বাসন করা হবে। তাই অনতিবিলম্বে নতুনভাবে সদস্য আহ্বান করে ভোটার তালিকা হালনাগাদ করার পর নির্বাচন দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান তারা।
মানবন্ধনে চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের লেখক, কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এর আগে, এ ব্যাপারে গত ১৩ মে একটি স্মারকলিপি প্রদান করেন চাঁদপুরের অবহেলিত সাহিত্যিকরা।
বিডি প্রতিদিন/এমআই