দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স ফর দ্যা টিচার্স (মডিউল-২)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ৩১জন শিক্ষক ও ৫ জন মাস্টার্সের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবির আইকিউএসি’র কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। হাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দের জন্য এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, ‘প্রশিক্ষণ কর্মশালাটি সম্পূর্ণ একটি টেকনিক্যাল বিষয়, যা হাতে কলমে কম্পিউটারের মাধ্যমে প্রদান করা হবে। হায়ার স্টাডিতে ভালো ভালো জার্নালে পেপার পাবলিশ করতে গেলে এই বিষয়ের উপর প্রশিক্ষণ লাগবেই। কম্পিউটেশন বিষয়টি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিসহ সব কিছুতেই কম বেশি আছে। সেক্ষেত্রে কম্পিউটেশন কেমিস্ট্রি ও ম্যাটেরিয়াল সায়েন্সের উপর আমরা যদি যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে পারি, এটি আমাদের অনেক কাজে আসবে। বাংলাদেশে এটিকে পপুলার করতে পারলে আমাদের গবেষণা ক্ষেত্র অনেকটা সমৃদ্ধ হবে, ফলে আমাদের বিশ্ববিদ্যালয়, সর্বোপরি দেশ এগিয়ে যাবে।’
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক আয়শা সিদ্দিকা, রিসোর্স পার্সন ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিসার্চ এসোসিয়েট কাশফিয়া আজাদ।
উল্লেখ্য, কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স এমন একটি শাখা যেখানে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন উপাদানের গঠন, বৈশিষ্ট্য এবং আচরণ বিশ্লেষণ করা হয়। এটি মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের সংমিশ্রণে গঠিত একটি আন্তঃবিভাগীয় গবেষণা ক্ষেত্র। এর প্রধান দিক সমূহ হলো— বিভিন্ন উপাদানের গঠন বিশ্লেষণ, বৈশিষ্ট্য নির্ণয়, উন্নত উপাদান ডিজাইন, গাণিতিক মডেলিং ও সিমুলেশন, ন্যানো প্রযুক্তি ও বায়োম্যাটেরিয়াল গবেষণা।
বিডি প্রতিদিন/জামশেদ