ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ডাটা জার্নালিজম আধুনিক গণমাধ্যমের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জনগণের কাছে সঠিক সংবাদ পরিবেশন গণতন্ত্র ও জবাবদিহি শক্তিশালী করতে পারে। সাংবাদিকতার প্রতিটি স্তরে তথ্যভিত্তিক উপস্থাপন গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।
রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ‘ডাটা জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খুবি ভিসি ড. মো. রেজাউল করিম বলেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা। এ পেশায় যারা যুক্ত হন, তাদের মধ্যে সততা, সাহসিকতা ও সত্যনিষ্ঠ থাকা অপরিহার্য। কারণ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার, অসংগতি ও ইতিবাচক দিক প্রকাশ পায়। এজন্য শুধু পুথিগত বিদ্যা নয়, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি ডাটা-ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন ও টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।
দিনব্যাপী প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ডাটা সংগ্রহ, বিশ্লেষণ ভিজ্যুয়ালাইজেশন ও সংবাদ পরিবেশনে প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/কেএ