চট্টগ্রামের রাউজান উপজেলার অভিজিৎ সেন রাজীব নামে এক ফিজিওথেরাপিস্ট হয়ে গেলেন কথিত চিকিৎসক। ৫ আগস্টের পর থেকে হঠাৎ করে তিনি নামের আগে ডাক্তার যুক্ত করে খুলে বসেন চেম্বার, শুরু করেন ডাক্তারি।
বুধবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে রাউজান উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকার আমানত খান মার্কেটের দোতলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে দণ্ড দেওয়া হয়। রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা তাকে এক লাখ টাকা জরিমানা করেন। তবে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে হাজতে পাঠানো হয়েছে। দন্ডিত রাজীব রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া এলাকার প্রদীপ সেনের ছেলে।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের আগে তিনি রোগীদের ফিজিওথেরাপি দিতেন। ৫ আগস্টের পরই নামের আগে ডাক্তার যুক্ত করে খুলে বসেন চেম্বার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, বিএমডিসি সনদ ছাড়াই ‘ডা.’ পদবী ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এছাড়া ক্লিনিকটির কোনো বৈধ নিবন্ধনও নেই। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ও বেসরকারি ক্লিনিক আইন লঙ্ঘনের দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে থানা হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম