সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাই পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বশেষ অভিযানে প্রায় ৮০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি’র টহল দলগুলো মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার ভোরে এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকার ভারতীয় শাড়ি, প্রসাধনী সামগ্রী (ক্রিম), চকলেট, গরু, বাটার, মেহেদি, টমেটো ও চিনি জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকাও জব্দ করে বিজিবি।
৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, জব্দকৃত চোরাই পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।