সকাল থেকেই রাজধানীসহ গোটা দেশে থেমে থেমে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। কখনও হালকা কখনও বা মুষলধারে। ফলে বৃষ্টিতে স্নান করছে গোটা শহর। কিন্তু এফডিসিতে বৃষ্টির শীতল পরশ নয়, চলছে উত্তাপের হাওয়া। আর এ শরীরি উত্তাপ ছড়াচ্ছেন হালের আলোচিত নায়িক পরীমণি। আজ দুপুরের পর থেকে এফডিসিতে শুরু হয়েছে শফিক হাসানের 'ধুমকেতু' ছবির একটি আইটেম গানের শুটিং। আর একে ঘিরেই বৃষ্টির মাঝেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ফিল্মপাড়ায়। জানা গেছে, ছবিটির ৯০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। বাকি অংশের কাজ চলছে এখন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, বৃষ্টির মাঝেও দিনটি খুব ব্যস্ততার সঙ্গে কাটাচ্ছি। সকালে ছিল দেশ টিভির একটি প্রোগ্রামের শ্যুটিং। এরপরই যোগ দেই এই আইটেম গানে। আসলে আইটেম গান বললে ভুল হবে। এটি গতানুগতিক আইটেম গান নয়, বলতে পারেন অন্যরকম রোমান্টিক গান। এর সঙ্গে কিছু কমার্শিয়াল দৃশ্য তো থাকবেই।
পরীমণি আরও জানান, আজকের আইটেম গানটির পোশাক তিনি নিজেই ডিজাইন করেছেন। এজন্য অনেকটাই উচ্ছসিত তিনি।
মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমণি, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ আরও অনেকে।