বেশ ঘটা করে আমেরিকা প্রবাসী রাসেক মালিকের সঙ্গে বিয়ে হয়েছিল রিচি সোলায়মানের। ২০০৮ সালের ১৪ ডিসেম্বর ২০ লাখ টাকা দেনমোহরে চুয়াডাঙ্গার ছেলে রাসেক মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রিচি। কিন্তু দু'বছর যেতে না যেতেই তাদের সংসারে বেজে ওঠে ভাঙনের সুর। দানা বাঁধে সন্দেহ। এই টানাপোড়েনে চলতে থাকে সংসার। অবশেষে রিচিকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলেন রিচির প্রবাসী স্বামী। সম্প্রতি এক ইমেল বার্তার মাধ্যমে রিচির স্বামী রাসেক মালিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ খবর।
ই-মেইলে তিনি জানান, রিচিকে তালাক দিতে যাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে তাকে ফিরতি মেইল করা হলে রাসেক তার কোন জবাব দেননি। রাসেক তার ইমেইল বার্তায় অভিনেত্রী রিচি সম্পর্কে অনেক অশ্লীল এবং প্রকাশ অযোগ্য মন্তব্য করেছেন।
এদিকে রিচি বর্তমানে ঢাকায় তার সন্তানকে নিয়ে তার মায়ের বাসায় বসবাস করছেন। বর্তমানে তিনি ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত।
তালাক বিষয়ে রিচি বলেন, আমিও শুনেছি রাসেক অশ্লীল ভাষায় গালাগালি করে বিভিন্ন সংবাদমাধ্যমে একটি মেইল পাঠিয়েছে। একজন মানুষ কতটা খারাপ হলে তার স্ত্রীকে নিয়ে এমন বাজে কথা বলতে পারে এটা সবার বোঝা উচিৎ। অনেক নির্মম সত্য আছে যা আমি সময় হলেই প্রকাশ করবো। তার বিষয়ে আমার কিছুই বলার নেই।
উল্লেখ্য, বেশ ঘটা করে রিচি ও রাসেকের বিয়ে হয়। রিচিও অভিনয় ছেড়ে পাড়ি জমিয়েছিলেন স্বামীর কাছে। আমেরিকা যাওয়া-আসার মধ্যে ছিলেন তিনি। এ সময় অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান তিনি। সম্প্রতি দেশে ফিরে আবার অভিনয়ে ব্যস্ত হন রিচি।
বর রাসেক মালিক চুয়াডাঙ্গার ছেলে। যদিও সেখানে খুব একটা থাকা হয়নি। পড়াশোনা শেষ করেছেন আমেরিকার শিকাগো ইউনিভার্সিটি থেকে। এর পর সেখানকার 'এনওয়াইপিডি'তে যোগ দেন গভর্ণমেন্ট অফিসার পদে। বিয়ের পরপরই নিজের অনুভূতি প্রসঙ্গে রাসেক বলেছিলেন, 'ইটস অ্যামেজিং'। রিচির অভিনয় প্রসঙ্গে সেদিন বলেন, ''ও অভিনয় অবশ্যই করবে, অন্তত আরও বছর দেড়েক। কারণ ওকে আমেরিকা নিয়ে যেতে হলে এই সময়টুকু লাগবে। তাই বলে দেড় বছর পর একেবারেই চলে যাবে না। আসা-যাওয়ার মধ্যেই থাকবে। আমিও তাই করব। অনেকটা মোবাইল সংসার। আশা করছি বছর দশেকের মাথায় আমরা দু'জনেই দেশে স্থির হব। ততদিনে আমি চাকরি থেকে অব্যাহতি নেব। ইচ্ছে আছে দেশে ফিরে দু'জনে কিছু করার। এবং সেটা মিডিয়াকেন্দ্রিক।''
রাসেকের সেদিনের সেই কথা আজ অতীত। জ্বলন্ত উনুনে জ্বলছে রাসেক-রিচির সংসার। সেই উনুনের তাপে পুড়ে অঙ্গার হচ্ছে তাদের সন্তান।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৫/ এস আহমেদ