বলিউডের ঈদ ঠিক ঈদ হয়ে ওঠে না, যতক্ষণ না মুক্তি পায় সালমান খানের কোনো ছবি। তাই প্রতিবারের মতো এবারও সালমান তার ভক্তদের ঈদ আনন্দ পণ্ড করলেন না। তিনি পর্দায় হাজির হচ্ছেন নতুন ছবি 'বজরঙ্গি ভাইজান' নিয়ে। গত ঈদের ছবি 'কিক'র মতো এবারও মুক্তির পরপরই বক্স অফিস রেকর্ড ভাঙচুর শুরু করবে বলে এরই মধ্যে পূর্বাভাস এসেছে বলিউড বিশ্লেষকদের কাছ থেকে। জুলাই মাসের প্রথম দিনই সালমান খানকে আদালতে হাজিরা দিতে হয়েছে। তাই বলা যায়, 'বজরঙ্গি ভাইজান' ছবিটি মুক্তি পাচ্ছে তার জীবনের খুব জটিল একটি মোড়ে এসে। তাই তো কিছুদিন আগে যখন পরিবার এবং বন্ধুদের জন্য 'বজরঙ্গি ভাইজান' ছবির বিশেষ প্রদর্শনী রাখলেন, তখন নিজের আবেগকে বেঁধে রাখতে পারলেন না খান সাহেব। ছবির বিশেষ কিছু অংশে গিয়ে চোখ ভিজে এল তার। সালমানও কাঁদেন? হ্যাঁ, 'বজরঙ্গি ভাইজান' তাকেও কাঁদিয়েছে। ছবিটি আসলে এমনই।
ধারণা করা হচ্ছিল, নামের শেষে 'ভাইজান' থাকায় বুঝি সালমানের চরিত্রটি হবে মুসলিম কোনো তরুণের। কিন্তু না। সালমানের সহশিল্পী কারিনা এই ভুল ভেঙে দিয়েছেন সম্প্রতি। জানিয়েছেন, সালমান খানকে ছবিতে সবাই 'বজরঙ্গি ভাইজান' বলে ডাকেন। তবে সব ধর্মের প্রতিই সমান শ্রদ্ধা তার। পূজা হোক কিংবা ঈদ- বজরঙ্গি ভাইজান সব উৎসবেই থাকেন সরব। তাই তো ছবিতে থাকছে একটি 'ঈদের গান'ও।
বজরঙ্গি ভাইজান ছবির মধ্য দিয়ে সালমান খানের এক নতুন পরিচয় সামনে আসছে। এটিই হবে সালমান প্রযোজিত প্রথম ছবি। এবার নিজের প্রযোজিত ছবিতে কাজ করে যারপরনাই আপ্লুত সল্লু। তাই তো এক সংবাদ সম্মেলনে বললেন, 'বজরঙ্গি ভাইজান আমার কাছে সন্তানের মতো।'
এদিকে আইনি জটিলতা আর শঙ্কার কারণে নিজের ছবির প্রচার মন খুলে করতে পারছেন না সালমান। কথা ছিল, ভারত-পাকিস্তানের সম্পর্ককে ঘিরে তৈরি এ ছবির প্রচারে শিল্পীরা সফর করবেন ভারত থেকে পাকিস্তান পর্যন্ত। কিন্তু মাথায় রায়ের চিন্তা থাকায় সালমান সেই 'পথযাত্রা'য় যোগ দিতে পারছেন না।
বলিউড-গুরুরা সবুজ সংকেত দেখিয়ে দিয়েছেন। বলছেন, ছবিটি মুক্তি পাওয়া মাত্রই ছুঁয়ে যাবে শত কোটি রুপি আয়ের কোটা। কারণ সালমান খানের আগের ঈদের ছবির ইতিহাস তো এমনটাই বলে। এখন দেখা যাক, পানি কতদূর গিয়ে গড়ায়।