আলোচিত, বিতর্কিত যে তকমাই বলি তা 'বলিউড কুইন' রাখি সাওয়ান্তের গায়ে সাটা আছে। মুখে যেনো কিছুই আটকায় না তার। যখন যা মুখে আসে, তাই তিনি অকপটে বলে ফেলেন। আর এ নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। আবারও এক বেফাঁস মন্তব্য করে চায়ের টেবিলে হাসি-ঠাট্টা আর সমালোচনার ঝড় তুলেছেন রাখি।
সাবেক পর্নো তারকা সানি লিওনের সঙ্গে তুলনা করায় বেজায় চটেছেন রাখি। এ বিষয়ে এর আগেও মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনি। বরাবরই সানিকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য ছুঁড়েছেন। সানি লিওন পর্নো জগত ছেড়ে এসে তার খ্যাতিতে ভাগ বসাচ্ছে, প্রকারান্তরে এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি। এমনকি সানিকে নিয়ে অনেক অশ্লীল মন্তব্য করতেও পিছুপা হননি রাখি সাওয়ান্ত। যদিও সানি বরবারই রাখির এসব বিষয় এড়িয়ে গেছেন।
সম্প্রতি একটি আইটেম নাচ নেচে বেশ খোশ মেজাজে ছিলেন রাখি। ফেম বলিউড প্রযোজিত নতুন ভিডিও 'বাজাও-এর শুট করেছেন। সেখানে তাকে করা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্পষ্ট ভাষায়। অনুষ্ঠানে সানি লিওনকে ধুয়ে দেওয়ার পাশাপাশি তার সমালোচকদের এক হাত দেখিয়ে দিতেও কার্পন্য করেননি তিনি। এ সময়ই নিজের বক্ষ বিভাজিকা নিয়ে এক বেফাঁস মন্তব্য করে ফেলেন রাখি। ওই মন্তব্যে হুলস্থুল পড়ে গেছে বলিউডে।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রাখি প্রত্যেক দর্শককে কড়া করে জবাব দিয়েছেন যারা তাকে এবং সানি লিওনকে তুলনা করে নানা অপমানজনক কথা বলেছেন। 'রাখি নিজের বক্ষ বিভাজিকা দেখানো ছাড়া আর কিছুই করেন না'- দর্শকের এমন এক মন্তব্যের জবাবে রাখি বলেন, 'আমি অনেক টাকা খরচ করেছি এই বক্ষ বিভাজিকা তৈরি করতে, তাই দেখাই।'