ভারতে সবচেয়ে বেশি বাজেটের মুভি 'বাহুবলী' শুক্রবার মুক্তি পেয়েছে। ছবিটি তৈরিতে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি ভারতীয় রুপি খরচ হয়েছে। দুবছর ধরে শুটিং করা মূল ছবিটি দক্ষিণ ভারতীয় ভাষা তেলুগুতে, তবে এর একটি আলাদা তামিল সংস্করণ হয়েছে আর ছবিটি ‘ডাব’ বা অনুবাদ করা হয়েছে মালয়ালম আর হিন্দিতেও।
'বাহুবলী' ভারতের প্রায় চার হাজার সিনেমা হলে একসঙ্গে মুক্তি পেয়েছে। আজ থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ টি হলে ছবিটি দেখা যাবে।
'বাহুবলী' মুভিতে অভিনয় করেছেন তেলেগু সুপারস্টার প্রভাস, রাণা দুগ্গুবাতী, তামান্না ভাটিয়া এবং আনুশকা শেট্টি।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/ রশিদা