বোন নিকির বিয়েতে নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে উপস্থিত ছিলেন হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন। ইনস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। তাতেই জল্পনা-কল্পনা ছড়িয়েছে যে বিয়ে করে ফেলেছেন প্যারিস হিলটন! তবে শেষ পর্যন্ত জানা যায়, এখনো অবিবাহিত-ই আছেন হিলটন। এখনো বিয়েটা তিনি করেননি।
সম্প্রতি বোনের বিয়ের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন হিলটন। এর মধ্যে একটি ছবি তার বয়ফ্রেন্ডের সঙ্গে। ছবিটির নিচে দেওয়া ক্যাপশনে তিনি লিখেন 'আমি আমার সোলমেট খুঁজে পেয়েছি।' আর তাতেই ওই গুঞ্জন শুরু হয়ে যায়।
তবে শোনা যাচ্ছে, বয়ফ্রেন্ডকে তার বাবা মা রিচার্ড ও ক্যাথির সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন প্যারিস। তাদের সম্মতি পেলেই তবে বয়ফ্রেন্ডের গলায় মালা পড়াবেন তিনি। গত সপ্তাহে নাকি সকলে একসঙ্গে একটি ফ্যামিলি ডিনারও সেরে ফেলেছেন তারা। দেখা যাক শেষ পর্যন্ত আদৌ নতুন বয়ফ্রেন্ডকে বিয়ে করেন কিনা এই অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/১১ জুলাই ২০১৫/শরীফ