শাকিব খান ও পরীমণি অভিনীত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবার কথা ছিলো। কিন্তু হঠাৎ করে ছবিটি মুক্তি পিছিয়ে দিলো প্রযোজনা প্রতিষ্ঠান টিওটি ফিল্মস।
জানা গেছে, এখনো ছবিটি মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে পারিনি। ছবিটির কিছু কাজ বাকি থাকায় মুক্তির সময় পেছানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ছবিটির পরিচালক এস এ হক অলিক বলেন, 'মূলত কালার এবং পোস্ট প্রোডাকশনের কাজ কিছুটা বাকি থাকায় মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে দিলাম। ঈদের পরেই প্রেক্ষাগৃহে উঠবে এটি।'
মিডিয়ার পাবলিসিটি বা কোনো স্ট্যান্টবাজি করলেন কি না- জানতে চাইলে অলিক আরও বলেন, 'না রে ভাই, এমন কিছু নয়। সত্যি সত্যি ছবিটির কাজ শেষ করতে পারিনি। এখনো গুছানোর চেষ্টা করছি। তবে মনে হয় না পারবো।'
তিনি আরো বলেন, ‘সিনেমার কাজ পুরোপুরি শেষ না করে তা হলে চালালে দর্শক হল থেকে বের হয়ে সামলোচনা করবে। সব মিলিয়ে সিনেমাটির কাজ শেষ করতে পারিনি বলে মুক্তি দেয়া হচ্ছে না’।
অন্যদিকে, ছবিটির নায়িকা পরীমণি বলেন, সিদ্ধান্ত যা নেওয়ার পরিচালক ও প্রযোজক নিবেন। এই মুহূর্তে এ বিষয়ে তেমন কিছু বলতে চাচ্ছি না।
এদিকে, 'আরো ভালোবাসবো তোমায়' ছবিটি পেছানোর কারণে ঈদের মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কমে দাঁড়ালো তিনে।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/মাহবুব