বাংলাগানের খোঁজে ইউটিউবে পরিশ্রম করে অনেকে বিভিন্ন শিল্পীর গান শুনে থাকেন। তবে এবার জনপ্রিয় সব জীবনমুখী গানের খোঁজ মিলবে ‘আনলার্ণ’ নামক একটি ইউটিউব চ্যানেলে। রাশিদ খান শখের বশে বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীদের সঙ্গে ভিন্ন ভিন্ন গান করেছেন। আর এভাবে করা বিভিন্ন সময়ের নানা জনপ্রিয় গানের একটি কমন প্লার্টফর্ম এটি।
আনলার্ণের প্রথম সীজন ২০১৪ সালে প্রকাশ পায়। এখানে কলকাতার অর্ক মুখার্জী, বাঙ্গালী বংশোদ্ভূত এনা তানভীর এবং বাংলাদেশের জনপ্রিয় গায়ক হাসান আবিদুর জুয়েলের সাথে মিলিতভাবে রাশিদ খানের ৫টি গান মুক্তি পায়। গানগুলো আনলার্ণের ফেসবুক পেইজে এবং ইউউিব চ্যানেলে পাওয়া যাবে।
রশিদ খান বলেন, শুরুটা ছিল 'আরও একটি বৃষ্টির গান' দিয়ে। এরপর রবি বাবুর ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটি। তবে সিজন ১ এর ‘বন্ধু হলেই আমার’ গানটি শ্রোতাপ্রিয় হয় বেশি। গানটির কথা, সুর ও কণ্ঠ আমার। এছাড়া ‘যে বর্ষায়’ গানটিও শ্রোতারা চাইলে শুনে দেখতে পারেন। অর্ক মূখার্জীর গিটার এবং এনা তানভীরের হার্পের সুর অন্যরকম ভালোলাগা সৃষ্টি করেছে এই গানটা।’
রশিদ খান বাংলাগানের জগতে একটা নতুন দিক সৃষ্টি করতেই এনেছেন ‘আনলার্ণ’। যেখানে সকল শ্রোতাদের ভালোলাগার জন্য এবং ভালোবাসার জন্য গান এক অপরিহার্য ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। এরমধ্যে সিজন ২ এর কাজ শুরু করবেন আনলার্ণ।
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৫/মাহবুব