প্রতি ঈদেই বর্ণাঢ্য 'ইত্যাদি'র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক 'সুসময়ে সকলেই...'। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে।
গল্পে দেখা যাবে, মিজান সাহেব একজন লেখক। তার এক ছেলে, এক মেয়ে। মিজান সাহেবের লেখালেখি নিয়ে ঘরে-বাইরে ঘটতে থাকে নানা ঘটনা। নাটকটিতে মিজান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মীর সাবি্বর, তারিন, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, আবদুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক প্রমুখ। ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। এবারও তার ব্যতিক্রম হবে না।