মুসা ইব্রাহিম নায়ক। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেই তিনি নায়ক হয়েছিলেন। কিন্তু তখন কোনো নায়িকার সঙ্গে রসায়ন তৈরি করতে হয়নি। এবার দ্বিতীয়বার নায়ক হতে তিনি নায়িকার সঙ্গে রসায়ন তৈরি করছেন। তার নায়িকার নাম অপি করিম। দুজনে মিলে অভিনয় করছেন 'হঠাৎ প্রিয়তমা' শিরোনামের একটি নাটকে। নাটকটি রচনা করেছেন আনিসুল হক। আর পরিচালনা করেছেন জনপ্রিয় টিভি মুখ শামীম শাহেদ। নাটকটির শুটিং শেষ হয়েছে। গল্পে মুসা অভিনয় করছেন একজন আলোকচিত্রীর ভূমিকায়। বনে-জঙ্গলে নানা জাতের পাখি খুঁজে বেড়ানো, পাখির ছবি তোলা, সেসবের বিবরণ লিখে রাখাই যার কাজ। ছবি তুলতে গিয়েই মুসার সঙ্গে দেখা হয় অপির।
মুসা বলেন, 'শামীম শাহেদের অনুরোধে অভিনয় করেছি।' নির্মাতা বলেন, 'মুসার জন্য এভারেস্ট জয় করা সহজ, অভিনয় কঠিন। কিন্তু তিনি কঠিন কাজটি ভালোভাবেই করেছেন।' নাটকটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।