ঈদে সালমান খানের নতুন সিনেমা 'বাজরঙ্গী ভাইজান' দেখা হচ্ছে না পাকিস্তানী ভক্তদের। দেশের সিনেমার ব্যবসার খাতিরে দাবাং হিরোর এ সিনেমাটির মুক্তি সেদেশে এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তানে বলিউডের তিন খান দারুণ জনপ্রিয়। তবে অন্যদের চেয়ে এগিয়ে আছেন সালমান খান। এ কারণেই সে দেশে বলিউডের সঙ্গে একই সপ্তাহে মুক্তি পাচ্ছে না ‘বাজরঙ্গী ভাইজান’। ওই সময় পাকিস্তানে মুক্তি পাবে ‘রং নম্বর’ ও ‘বিন বোয়ে’ নামে দুটি উর্দু সিনেমা। সালমানের কারণে ওই ছবি দুটির ব্যবসায় যাতে ভাটা না পড়ে, তার জন্যই এ সিদ্ধান্ত।
এ ছাড়া পাক সেন্সর বোর্ড এখনো ছাড়পত্র দেয়নি ‘বাজরঙ্গী ভাইজান’-কে। এরই মধ্যে সিনেমাটি ভারতে সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে নিজ দেশেও ভাইজানের বিপত্তি কম নয়। ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে। এমনকি ‘বাজরঙ্গী’ শব্দটি নিয়েও তারা বিপদে আছেন।
সালমান খান, কারিনা কাপুর খান, হর্ষিলী মালহোত্রা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘বাজরঙ্গী ভাইজান’ পরিচালনা করেছেন কবির খান। মুক্তি পাবে ১৭ জুলাই। সূত্র : এবিপি আনন্দ।
বিডি-প্রতিদিন/১২ জুলাই ২০১৫/ এস আহমেদ