বিপাশার এক সময়ের প্রেমিক জন আব্রাহাম এবং শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রথমবারের মতো নাকি রূপালি পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। জনপ্রিয় অ্যাকশন মুভি ফোর্স'র সিক্যুয়াল 'ফোর্স-২' এ একসঙ্গে দেখা যেতে পারে এই জুটিকে। মুভিটি পরিচালনা করছেন অভিনেয় দেও। মুভিতে জন যে অভিনয় করছেন তা নিশ্চিত। তবে সোনাক্ষীকে নিয়ে অফিশিয়ালি এখনো কিছু জানানো হয়নি।
বর্তমানে জন আব্রাহাম ব্যস্ত আছেন 'ওয়েলকাম ব্যাক' মুভির শুটিংয়ে। সম্প্রতি নিজের টুইটার ওয়ালে এই মুভির ফার্স্টলুক পোস্ট করেছেন তিনি। অন্যদিকে সোনাক্ষী সিনহা ব্যস্ত রয়েছেন 'আকিড়' মুভি নিয়ে। এটি মূলত একটি নারীকেন্দ্রিক মুভি যেখানে অ্যাকশন লেডি হিসেবে দেখা যাবে সোনাক্ষীকে।
আগামী সেপ্টেম্বরে শুটিং শুরু হবে ফোর্স-২'র। আগামী বছর মুক্তি পাবার কথা রয়েছে এটির।
উল্লেখ্য, সোনাক্ষীর আগে মুভিটির জন্য ক্যাটরিনা কাইফকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/১২ জুলাই ২০১৫/শরীফ