বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত ইফতার পার্টির দাওয়াত পায়নি অনেক শিল্পী। তরুণ শিল্পীদের পাশাপাশি সিনিয়র শিল্পীদেরও কেউ কেউ দাওয়াত পায়নি বলে জানা গেছে। এ প্রসঙ্গে অভিনেতা টেলিসামাদ আক্ষেপ করে জানিয়েছেন, এখন অনেক বড় বড় লোক সমিতির দায়িত্বে আছেন। আমাদের দাওয়াত দেবেন কেন? আমি কোনো দাওয়াত পাইনি।
শিল্পী সমিতির সাধারন সম্পাদক অমিত হাসান জানিয়েছেন, সবাইকেই দাওয়াত দেয়ার চেষ্টা করেছি। হয়তো কেউ বাদ পড়তে পারে। এজন্য দুঃখ প্রকাশ করছি।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৫/ রশিদা