এ দেশের বরেণ্য বিজ্ঞাপন নির্মাতা, নাট্যনির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের নির্দেশনায় বহু বিজ্ঞাপনে মডেল হয়ে মডেলিং জগতের পথিকৃৎ হয়ে আছেন সাদিয়া ইসলাম মৌ। আফজাল হোসেনের নির্দেশনায় শুধু বিজ্ঞাপনেই নয় নাটকেও অভিনয় করেছেন মৌ। আবার দুজন একসঙ্গে 'হঠাৎ বৃষ্টি', 'পারলে না রুমকী'সহ বেশকিছু দর্শকপ্রিয় নাটকও উপহার দিয়েছেন। দর্শকের কাছে ভালোলাগার এই দুই প্রিয় মুখকে নিয়ে নঈম ইমতিয়াজ নেয়ামুল আসছে ঈদে এনটিভিতে প্রচারের লক্ষ্যে নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক 'অপরিচিতা'। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নাটকটিতে আফজাল হোসেন অভিনয় করছেন আনিস চরিত্রে এবং মৌ অভিনয় করছেন সেঁজুতি চরিত্রে। গতকাল চিত্রনায়িকা দিতির শুটিং বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। ঠিক এক বছর পর আফজাল হোসেন মৌ আবারো একসঙ্গে নাটকে অভিনয় করছেন। আফজাল হোসেন বলেন, 'মৌ তো আমার মেয়েরই মতো। বাবার স্নেহ দিয়েই তাকে সবসময় আগলে রাখার চেষ্টা করেছি। আমাদের মধ্যে অনেক আগে থেকেই পারিবারিক সম্পর্ক। সত্যি বলতে কী, মৌ জন্মগতভাবেই একজন মেধাবী মানুষ। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার তার আগ্রহ থাকলেও অভিনয়ে কখনোই তার আগ্রহ ছিল না। কিন্তু আমি তাকে সবসময়ই এ ব্যাপারে উৎসাহ দিতাম। সেই সময়ই যদি মৌ অভিনয়ে নিয়মিত হতো তাহলে অভিনয়ে তার অন্য মাত্রা যোগ হতো।'
সাদিয়া ইসলাম মৌ বলেন, 'এটা আমার অনেক আনন্দের এবং সৌভাগ্যেরও বিষয় যে আফজাল আঙ্কেলের মতো গুণী ব্যক্তিত্বদের সহচার্য পেয়ে আসছি ছোটবেলা থেকে। সবসময়ই তার মতো গুণী মানুষদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম এবং এখনো করি। আফজাল আঙ্কেলের সঙ্গে কাজ করলে তিনি এখনো শেখানোর চেষ্টা করেন, এটা অনেক ভালোলাগে এবং সত্যিই আমি নতুন করে অনেক কিছুই শিখি।'
এদিকে আসছে ১৯ জুলাই যদি ঈদ হয় তবে সেটি হবে আফজাল হোসেনের জীবনে স্মরণীয় একটি ঈদ। কারণ ১৯ জুলাই তার জন্মদিন। এই ঈদেই নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় আফজাল হোসেন অভিনয় করেছেন 'ভূতের ভয়' নাটকে। এটি আরটিভিতে প্রচার হবে। এ ছাড়া আফজাল হোসেন অভিনীত আরিফ খান পরিচালিত 'তবু আমারে দেবো না ভুলিতে' প্রচার হবে ঈদে এনটিভিতে। এতে তার বিপরীতে আছেন সুবর্ণা মোস্তফা। অন্যদিকে মৌ আসছে ঈদ উপলক্ষে অভিনয় করেছেন জাহিদ হাসান, সাজ্জাদ সনিসহ আরও বেশ কজন নাট্যনির্মাতার নাটকে। আফজাল হোসেন ও মৌ সর্বশেষ গত বছর আরিফ খানের নির্দেশনায় 'প্রেম বাঁচিতে' জানে নাটকে অভিনয় করেছিলেন।