'অগ্নি-২' সিনেমার প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসছেন ভারতীয় অভিনেতা ওম। আজ সকাল ৯টা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসছেন তিনি। এসেই সরাসরি এফডিসিতে যাবেন তিনি। এফডিসির প্রজেকশন হলে আজ দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত বিরামহীনভাবে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন এবং ফটোশুটে অংশ নিবেন। সঙ্গে থাকবেন 'অগ্নি-২' সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী এবং চিত্রনায়িকা মাহী। জানা যায়, ১ম দিন এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে পরদিন দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন। এ ছাড়াও বুধবার ঢাকা শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বিকালের ফ্লাইটে ঢাকা ছাড়বেন।