বলিউডে জনপ্রিয়তা কিংবা ব্যবসায়িক দিক থেকে 'থ্রি খান'র ধারেকাছে কেউ নেই, অথচ তাদের টেক্কা দেবেন একজন নারী অভিনেত্রী! হ্যাঁ, বর্তমান সময়ে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন। 'কুইন' খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতই 'থ্রি খান'কে টপকে যাবেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, বলিউডে আয়ের দিক থেকে শীর্ষ দশে প্রথমবার তালিকায় জায়গা করে নিয়েছেন একজন নারী, তিনি কঙ্গনা রানাউত। ধারণা করা হচ্ছে একক আয়ের দিক থেকে কঙ্গনা ছাড়িয়ে যাবেন সালমান খান, শাহরুখ খান, আমির খান এবং ঋত্ত্বিক রোশনকে। ব্যবসায়িকভাবে 'হিট' হওয়া ছবিগুলোর ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়। এদিক থেকে কঙ্গনার সামনে থ্রি ইডিয়টস, ধুম ৩, পিকে'র জন্য আছেন আমির খান। কিক, একথা টাইগার, দাবাঙ্গ ২-এর জন্য আছেন সালমান খান, চেন্নাই এঙ্প্রেস এবং হ্যাপী নিউ ইয়ার-এর জন্য আছেন শাহরুখ খান এবং কৃষ ৩ ও ব্যঙ্গ ব্যঙ্গ-এর জন্য আছেন ঋত্ত্বিক রোশন। আর তারা আছেন পুরুষ কেন্দ্রিক চলচ্চিত্রগুলোর জন্য। অন্যদিকে কঙ্গনা রানাউত নারী কেন্দ্রিক ছবিতে অভিনয় করে ১৫০ কোটি রুপির ঘরে অবস্থান নিয়েছেন, এমন দৃশ্য পুরুষতান্ত্রিক বলিউডে বিরল বলেও উল্লেখ করেন কেউ কেউ। উল্লেখ্য, বলিউডে প্রথম দিকে খুব একটা মূল্যায়ন না পেলেও 'তনু উইডস মনু' ছবির মধ্য দিয়ে কঙ্গনা রানাউত নিজেকে মেলে ধরেন। এরপর 'কুইন' ছবিতে তার পূর্ণ বিকাশের প্রতিফলন দেখা যায়। নারী কেন্দ্রিক এ ছবিগুলো শুধু বলিউডে জনপ্রিয়তাই পায় না, বরং বক্স অফিসও গরম করে রাখে। কঙ্গনা অভিনীত শেষ ছবি 'তনু উইডস মুন রিটার্ন' ও শতকোটি রুপির উপরে ব্যবসা করে। এসব দিক এবং তার ধারাবাহিকতা বিবেচনা করে বলাই যায়, নারী হয়েও হয়তো একদিন সত্যি সত্যি 'থ্রি খান'কে টপকে যাবেন কঙ্গনা। হয়তো তিনিই হবেন বলিউডের অঘোষিত নারী।