অভিনেতা শহীদুজ্জামান সেলিমের সঙ্গে সহকারী হিসেবে সরদার রোকন প্রায় এক যুগ কাজ করেছেন। এরপর ১২-১২-১২ তে সরদার রোকন প্রথম নাটক নির্মাণ করেন 'ছেড়া রঙ্গের খোয়াব'। প্রথম নাটকেই নির্মাণে প্রশংসার ঝড় তোলেন। এখন পর্যন্ত ২৯টি একক নাটক নির্মাণ করেছেন তিনি। তার নির্মিত প্রথম ধারাবাহিক নাটক 'চেয়ারম্যান বাড়ি'। এই মুহূর্তে দুটি ধারাবাহিক নির্মাণ করছেন। একটি 'বাজি ও বাজনা' এবং অন্যটি 'দশ ফিট বাই দশফিট'। দুটিরই গল্প লিটু সাখাওয়াতের। ঈদের পর বিটিভিতে প্রচার শুরু হবে 'বাজি ও বাজনা' এবং একুশে টিভিতে 'দশ ফিট বাই দশ ফিট'। কুড়িগ্রামের ছেলে সরদার রোকনের নির্দেশনায় এবারের ঈদে 'ভালোবাসার সুখ অসুখ' (ঈদের দিন) রাত ১১.৩০ টায় ও 'বৈরী হাওয়া' ঈদের পরের দিন সন্ধ্যা ৭.৩০টায় একুশে টিভিতে প্রচার হবে। সরদার রোকন আসছে ২০১৬ সালে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন। তিনি বলেন,' আমার আজকের অবস্থানের জন্য সেলিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। সেইসাথে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আরো ভালো কাজ করতে চাই।'