পপ সম্রাজ্ঞী বলে কথা! তার গান চুরিকে নিছক 'পাইরেসি' বলে পার পাওয়া যাবে না। ইসরায়েলের এডি লেডেরম্যান এমন কাণ্ড ঘটিয়ে এখন ভুগছেন। তিনি ম্যাডোনার কিছু গানকে ইন্টারনেটে বেআইনিভাবে প্রকাশ করেছেন। যার আক্কেল সেলামি হিসেবে কপালে জুটেছে জেল-জরিমানা। বিখ্যাত রিয়েলিটি শো 'আমেরিকান আইডল'র ইসরায়েলি সংস্করণের অন্যতম প্রতিযোগী লেডেরম্যান। গান চুরির কারণে তেলআবিবের একটি আদালত তাকে ১৪ মাসের জেল ও ৪ হাজার ডলার জরিমানা করেছে।
চলতি বছরের ৬ মার্চ ম্যাডোনার নতুন অ্যালবাম 'রেবেল হার্ট' প্রকাশিত হয়। কিন্তু ২০১৪ সালের ডিসেম্বরেই ওই অ্যালবামের কিছু ট্র্যাক ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এর এক মাসের মধ্যেই ধরা পড়েন লেডেরম্যান। আদালতে তিনি স্বীকার করেছেন, ম্যাডোনার কম্পিউটার হ্যাক করে ওই 'ডেমো ট্র্যাক' সংগ্রহ করেছিলেন।
লেডেরম্যানের শাস্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ৫৬ বছর বয়সী ম্যাডোনা। এ জন্য ধন্যবাদ জানিয়েছেন এফবিআই, ইসরায়েলি পুলিশ ও সংশ্লিষ্ট সবাইকে।