বউয়ের শোকে নিজের প্রিয় বাড়িটি বিক্রি করে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মি. বিন। ২৪ বছরের সংসার ভেঙে যাওয়ায় এই সিদ্ধান্ত নেন রোয়ান এটকিনসন নামে পরিচিত জনপ্রিয় এই অভিনেতা।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, স্ত্রী সুনেত্রার (৫৩) সঙ্গে মি. বিনের ২৪ বছরের বিবাহিত সংসার ভেঙে যায় গত বছরের ফেব্রুয়ারিতে। এ কারণেই মি. বিন তার ইংল্যান্ডে অবস্থিত প্রিয় বাড়িটি বিক্রি করে দিয়েছেন। গত মাসে ৮ মিলিয়ন পাউন্ডে তার বাড়িটি বিক্রি হয়। বিলাসবহুল এ বাড়িটিতে পাঁচটি বেডরুম, তিনটি অভ্যর্থনা কক্ষ এবং একটি সুইমিংপুলসহ চারটি গোসলখানা রয়েছে।
মি. বিন গত সেপ্টেম্বরে উত্তর লন্ডনে ৪.৬৫ পাউন্ডে একটি বাড়ি কেনেন যেখানে তিনি এখন কৌতুক অভিনেতা লুইস ফোর্ড (৩২) এর সঙ্গে ডেটিং করছেন। সুনেত্রার সঙ্গে মি. বিনের বিবাহ-বিচ্ছেদটি ছিল ব্যয়বহুল। এই দম্পতির সংসারে দুটি সন্তানও রয়েছে।
জনপ্রিয় অভিনেতা মি. বিন এবং সুনেত্রার প্রথম দেখা হয় ১৯৮০ সালে। তখন সুনেত্রা বিবিসির মেকাপ শিল্পী হিসেবে কাজ করতেন। ১৯৯০ সালে তাদের বিয়ে হয়।
বিডি-প্রতিদিন/১৩ জুৃলাই ২০১৫/শরীফ