ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা 'বাহুবলি' মুক্তির দুদিনেই বক্স-অফিস থেকে তুলে নিয়েছে শত কোটি রূপির বেশি। এর ফলে দেশটিতে দ্রুততম শতকোটি রুপি আয়ের রেকর্ড গড়লো তেলেগু সিনেমাটি।
বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ এ ব্যাপারে বলেন, 'বাহুবলি'র মাত্র দুই দিন সময় লেগেছে ১০০ কোটির ক্লাবে ঢুকতে। এর আগে কোনো ভারতীয় সিনেমার ভাগ্যে এটা জোটেনি। বলা হচ্ছে সিনেমাটির প্রথম তিন দিনের আয় ১৪০ কোটি রুপি।'
তিনি আরও জানান, শিগগিরই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে এস এস রাজামৌলির এই সিনেমা।
ত্রিনাথের ভাষ্যে, বক্স-অফিসে এক সপ্তাহ আয়ের এই গতি ধরে রাখতে পারলেই সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমায় পরিণত হবে ‘বাহুবলি’।
আড়াইশ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি এবং রাম্ভার মতো তেলেগু তারকারা। প্রাচীন ভারতের এক রাজ্যের ক্ষমতা দখলে দুই ভাইয়ের মধ্যকার লড়াই নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৫/ এস আহমেদ