চ্যানেল আইতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে কাজী শাহেদ আহমেদের মুক্তিযুদ্ধের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক 'ভৈরব'। সঞ্চয় কান্তর চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয়ে আছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু, রওনক হাসান, হাসিন রওশন, শাহেদ শরীফ খান প্রমুখ। প্রচার হবে প্রতি বুধবার রাত ৯টা ৫ মিনিটে।