হলিউড বক্স-অফিসে দ্বিতীয় সপ্তাহের মতো শীর্ষে রয়েছে টম ক্রুজ অভিনীত 'মিশন ইমপসিবল' সিরিজের নতুন মুভি 'মিশন ইমপসিবল ফাইভ: রাজ নেশন।' সদ্য মুক্তি পাওয়া 'ফ্যান্টাস্টিক ফোর'ও দমাতে পারেনি এই স্পাই থ্রিলারের জনপ্রিয়তাকে। শুধু দ্বিতীয় সপ্তাহেই যুক্তরাষ্ট্রে মুভিটি আয় করেছে ২ কোটি ৯৪ লাখ ডলার।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রথম সপ্তাহের তুলনায় আয়ে ভাটা পড়েছে ৪৭ শতাংশ। তবে দুই সপ্তাহে ১০ কোটি ছাড়িয়েছে টিকিটের বিক্রি। মুক্তির প্রথম দশ দিনেই সিনেমাটি আয় করেছে ১০ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার।
বক্স-অফিসে দ্বিতীয় অবস্থানে আছে 'ফ্যান্টাস্টিক ফোর'। প্রায় চার হাজার সিনেমা হলে একযোগে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহে ২ কোটি ৬২ লাখ ডলার ব্যবসা করেছে এটি। তবে ২০০৫ সালের 'ফ্যান্টাস্টিক ফোর'র তুলনায় এবার বক্স-অফিসে তেমন একটা সাড়া পায়নি এটি। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ৫৩ দশমিক ৩ শতাংশ কম দর্শক সমাগম হয়েছে এবারের পর্বে।
হলিউডে শীর্ষ দশ থাকা বাকি মুভিগুলো হলো 'ভেকেইশন' (৯১ লাখ ডলার), 'অ্যান্ট ম্যান' (৭৮ লাখ ডলার), 'মিনিয়নস' (৭৪ লাখ ডলার), 'রিচি অ্যান্ড দ্য ফ্ল্যাশ' (৭০ লাখ ডলার), 'ট্রেইনরেক' (৬৩ লাখ ডলার), 'পিক্সেলস' (৫৪ লাখ ডলার), 'সাউথপ' (৪৮ লাখ ডলার)।
বিডি-প্রতিদিন/১২ অাগস্ট ২০১৫/শরীফ