কবিতা-গল্প-উপন্যাসে প্রেমের জন্য অনেক কিছু করার ঘটনা আছে। কিন্তু বাস্তবে? হ্যাঁ, বাস্তবের অনেক ঘটনা কল্পকাহিনীকে হার মানায়। যেমন- দশরথ মাঝি। ভারতের বিহার রাজ্যের গেহলর গ্রাম। এ গ্রামের এক বাসিন্দা দশরথ মাঝি। দিনমজুর মানুষ। স্বামীকে খাবার দিতে প্রতিদিন পাহাড় ডিঙিয়ে যেতেন তার স্ত্রী ফাগুনিয়া। একদিন পাহাড় থেকে পড়ে মারা যান দশরথের স্ত্রী। আর প্রিয়তমার রক্তের বদলা নিতেই পাহাড় ভাঙতে শুরু করেন দশরথ। দীর্ঘ ২২ বছর ধরে তিনি পাহাড় কেটে রাস্তা তৈরি করেছেন। পৃথিবীর বুকে লিখে দিয়েছেন 'ফাগুনিয়ার প্রতি প্রেম, আর পাহাড়ের প্রতি ঘৃণা'। এ ঘটনা নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্র 'মাঝি : দ্য মাউন্টেন ম্যান'।
১৯৬০ সাল। তখন থেকে শুরু দশরথের পাহাড় কাটা। গেহলর গ্রামের মানুষ জীবনের টানে প্রতিদিন চার মাইলের পথ পাড়ি দেওয়ার জন্য ৪০ মাইল পথ ঘুরে গন্তব্যে যেতেন। আর বিকল্প পথ ৩০০ ফুট উঁচু পাহাড় পেরিয়ে যাওয়া। এরপর সবাই পৌঁছতেন শহরে। দশরথকে খাবার দেওয়ার জন্য ফাগুনিয়া পাহাড় ডিঙিয়েই যেতেন। তারপর দুর্ঘটনা। স্বামীকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাওয়া। সেই ক্ষোভে দশরথ মাঝি ঘর ছাড়েন। হয়ে যান পাহাড় বিদ্রোহী। পালের শেষ ছাগলটি বেচে দিয়ে হাতুড়ি-শাবল কেনেন। তারপর শুরু করেন সংগ্রাম। পাহাড়কে তিনি তুচ্ছ বানিয়ে ২২ বছরে তৈরি করেন রাস্তা। সেই রাস্তা দিয়ে এখন গ্রামের মানুষ দ্রুত পৌঁছে যাচ্ছেন শহরে। কিন্তু সবার এ সুবিধার পেছনেই লুকিয়ে আছে এক প্রেমিকের ক্ষোভ আর ভালোবাসার গল্প।
ছবিতে দশরথ মাঝির চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিক। এ মুহূর্তে বলিউড সিনেমার অন্যতম আলোচিত নাম। দুর্দান্ত অভিনেতা পরিচয়েই পরিচিত। 'বজরঙ্গি ভাইজান' ছবিতে তার অভিনয় দর্শকের মনে চিরস্থান দিয়েছে। তাই তার প্রতি সবার প্রত্যাশা আকাশসম। আর নওয়াজের বিপরীতে আছেন রাধিকা আপ্তে। ছবিটি নির্মাণ করেছেন কেতন মেহতা। গতকাল মুক্তি পেয়েছে 'মাঝি : দ্য মাউন্টেন ম্যান'। ছবিটি নিয়ে এরই মধ্যে আলোচনা ব্যাপক।