আজব রঙ্গ চলছে বলিউডের রঙ্গমঞ্চে। আজ যে আপন, কাল সে পর। কাল যে ছিল অস্বস্তির কারণ, আজ সে পরম আত্মীয়। এমনই ত্রিকোণ সম্পর্কের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা কইফ। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক টিঁকে আছে কি না, তা নিয়ে খোলাসা না করে প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছেন।
সম্প্রতি তাঁর আগামী ছবির ফিতুর-এর প্রমোশনের জন্যে অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে কমেডি নাইটন লাইভ-এ এসেছিলেন ক্যাটরিনা কইফ। শ্যুটিং সেটে আচমকাই পৌঁছে যান সালমান খান। খুব স্বাভাবিকভাবেই সালমানের এই আচমকা আগমনে উপস্থিত সবাই অবাক হয়েছিলেন।
অবশ্য অবাক হওয়ার তালিকায় সর্ব প্রথম নামটি নাকি ছিল ক্যাটের। তিনি নাকি সালমানের এই আসার ব্যাপারে কিচ্ছুটি জানতেন না।
এর আগে অবশ্য সুলতান ছবির পরিচালক আলি আব্বাসের জন্মদিনের ডিনার পার্টিতেও এমনই আচমকা সালমানের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ক্যাটরিনা।
বিডি-প্রতিদিন/ ০২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন