বলিউডের এক নম্বর ব্যাচেলার তিনিই। একটা একটা করে জীবনের অনেকগুলো বসন্ত পার করে ফেলেছেন। বয়স এখন ৫০। কিন্তু তাতে কি তার প্রতি নারীদের চাহিদার কোনো কমতি নেই। হ্যাঁ, বলিউড সুপারস্টার সালমান খানের কথাই বলা হচ্ছে। কিন্তু সম্প্রতি ভোটার তালিকায় সালমান খানের বয়স দেখানো হয়েছে ৬৪! ভোটার আইডি কার্ডে এরকম একটা হাস্যকর ভুল হয়েছে ভারতের হায়দরাবাদে। ভুল করে রাজ্যের এক ব্যক্তির ভোটার পরিচয়পত্রের ছবিতে বলিউড সুপারস্টার সালমান খানের ছবি সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার হায়দরাবাদের চারমিনার ডিভিশনের অন্তর্গত শহর গওলিপুরায় পৌরসভা নির্বাচনে এক ব্যক্তির ভোটার কার্ড দেখেই চমকে ওঠেন প্রিসাইডিং অফিসার। কার্ডে সংশ্লিষ্ট ব্যক্তির বদলে সালমান খানের ছবি। এখানেই শেষ নয়। মজার ব্যাপার হলো কার্ডে বাবার নামের জায়গায় লেখা রয়েছে সালমানের বাবা সেলিম খানেরই নাম। শুধু সালমানের বয়স করা ৫০ এর জায়গায় ৬৪ বছর। প্রিসাইডিং অফিসাররা কার্ড দেখেই ওই ব্যাক্তিকে আর ভোট দিতেই দেননি।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব