বলিউড পাড়ায় দাম্পত্য বিচ্ছেদের তালিকায় ছিল মালাইকা-আরবাজের নাম। কিন্তু শেষ পর্যন্ত 'ছেইয়া ছেইয়া' কন্যার দাম্পত্যে ঘনিয়ে ওঠা মেঘ নাকি আপাতত কেটে গেছে। আরবাজ খানও কৌশলে জানিয়ে দিয়েছেন তাদরে ঘর অক্ষতই আছে।
বেশ কিছুদিন ধরেই আরবাজ খান ও মালাইকা অরোরা খান দম্পতির সম্পর্কে ফাটল ধরার কথা শোনা যাচ্ছিল। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতার কারণেই নাকি তারা বিচ্ছেদের দিকে যাচ্ছেন এমনটাও বলছিলেন কেউ কেউ। মালাইকা নিজে এ ব্যাপারে মুখ না খুললেও তার ম্যানেজার জানিয়েছিলেন, এসব স্রেফ গুজব। এরপর ‘কুছ তো লোগ কহেঙ্গে’ গানে ডাবস্ম্যাশ করে আরবাজ খানও জানিয়ে দিলেন তাদের ব্যক্তিগত জীবন একদমই ঠিকঠাক আছে।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা