শুটিংয়ের প্রয়োজনে প্রায় দূর-দূরান্তে যেতে হয় তাকে। প্রাইভেটকারে গেলে যানজটে আটকা পড়ে অনেক সময়ের অপচয় হয়। এজন্য একটা প্লেন কেনার শখ হয়েছে বলিউড কিং শাহরুখ খানের। হতেই পারে। তাঁর আয় সম্পর্কে সকলের ধারণা রয়েছে। আরও এও পরিষ্কার, প্লেন তিনি কিনতেই পারেন। কিন্তু এখানেই গেরো। শখ মেটাতে পারছেন না শাহরুখ। কারণ একাটায়, প্লেন কেনার টাকা নেই!
শুনে অবাক হচ্ছেন? কিন্তু এটাই বাস্তব। শাহরুখ খানের কাছে এখন প্লেন কেনার মতো অর্থ নেই। আর কেউ নন, এ কথা জানিয়েছে স্বয়ং শাহরুখ খানই। হতে পারে, এই মুহূর্তে বলিউডের অন্যতম হায়েস্ট পেইড নায়ক। কিন্তু তার কী অর্থাভাব থাকতে পারে না?
কেন এই সংকট? শাহরুখ বলেছেন, ‘‘একটা প্লেন কিনতে চাই। কিন্তু টাকা কোথায়? ছবি তৈরি করতে সব টাকা ঢেলে দিয়েছি। প্রাইভেট জেটে যাতায়াত করা আমার প্রয়োজনও বটে। তা হলে আমি আরও কাজ করতে পারব। একদিন আমার কাছে যাতে এই প্লেন কেনার জন্য যথেষ্ট টাকা থাকে, তা নিশ্চিত করব। আসলে সবসময়েই আমার সামনে বিকল্প থাকে দুটো, হয় প্লেন কেনো, নইলে ছবি বানাও। আমি পরেরটা বেছে নিই।’’
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব