বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে পাকিস্তান সফরে যাওয়ার জন্য ভিসা প্রদানের প্রস্তাব দিয়েছেন খোদ নয়াদিল্লিস্থ পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত। মি. খের যদি ভিসার জন্য আবেদন করেন তাহলে তাকে ভিসা দিতে কোনো আপত্তি করবে না হাইকমিশন। তবে এ প্রস্তাব করে দিয়েছেন এই অভিনেতা। তার ভাষায় 'উক্ত সূচিতে আমি অন্য অ্যাসাইনমেন্ট নিয়ে নিয়েছি। তাই পাকিস্তান সফরের প্রয়োজন নেই।' এর আগে দিল্লিস্থ পাকিস্তান হাইকমিশনের বিরুদ্ধে অনুপম খেরকে ভিসা না দেয়ার অভিযোগ উঠেছিল। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে পাক হাইকমিশন। খবর পিটিঅাই'র
পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা জানান, হাইকমিশনার আবদুল বাসিত মঙ্গলবার অনুপম খেরকে ফোন করে ভিসা প্রদানের প্রস্তাব দেন। করাচি সাহিত্য উৎসবে যোগদানের জন্য অারো ১৭ জনকে ভিসা দেয়া হলেও অনুপম খেরকে তা দেয়া হয়নি বলে এই অভিনেতা অভিযোগ করেন। এর পরই তাকে ফোন করেন মি. বাসিত।
এ ব্যাপারে আজ এক টুইট বার্তায় আবদুল বাসিত লিখেন, 'অনুপম খের, স্যার আপনাকে সবসময় স্বাগতম। আপনি একজন মহাম শিল্পী। আমরা আপনাকে শ্রদ্ধা করি ও প্রশংসা করি।'
এর জবাবে এক টুইটে খের লিখেন, 'করাচি সফরের জন্য ভিসা প্রদানের প্রস্তাব ও ফোনের জন্য মি. বাসিতকে ধন্যবাদ। আমি এর প্রশংসা করছি। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার নির্ধারিত সূচি অন্য কাজের জন্য দিয়ে দিয়েছি।'
আগামী ৫ ফেব্রুয়ারি করাচি সাহিত্য উৎসবে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল অনুপম খেরের। এজন্যই ভিসার জন্য আবেদন করেছিল এই অভিনেতা।
বিডি-প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ