তারা দু'জনেই রূপালি জগতের পরিচিত মুখ। দাওয়াত ছিল এক পার্টিতে। সেখানে আসবেন শোবিজ জগতের অনেক রথি-মহারথিরা। তাই পার্টিতে যাওয়ার আগে বাকিদের মতো সাজগোজে ঘাটতি রাখেননি তারা দু'জন। কিন্তু অঘটনটা বুঝতে পারলেন রাস্তায় বের হবার পরে। পার্টিতে ঢোকার ঠিক আগের মুহূর্তে মনে পড়ল নিজেদের অন্তর্বাস পরতে ভুলে গেছেন। অগত্যা, হাতের কাছে একটি দোকান থেকে দু'জনেই চটপট কিনে ফেললেন অন্তর্বাস। আর সময় নষ্ট না করে রাস্তার এক কোনে দাঁড়িয়ে পরে ফেললেন সেগুলো। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন তো হতবাক। অনেকেই ঘটনাটা ক্যামেরাবন্দি করতে ভুল করেননি।
যাদের কথা হচ্ছে তারা হলেন আমেরিকান চলচ্চিত্র জগতের দুই অভিনেত্রী অ্যালিসিয়া আর্ডেন এবং মেরি ক্যারে।
ঘটনার প্রেক্ষিতে দুই অভিনেত্রী জানান, ওইদিন এমনিতেই তাদের দেরি হয়ে গিয়েছিল। পার্টিতে তখন ভিড় বাড়ছে। অভিনেত্রীদের অপেক্ষায় রয়েছেন অনেকে। বার বার ফোন আসছিল। তাই চক্ষুলজ্জার মাথা খেয়ে পার্কিং লটের সামনেই এক নিরালা কোণে পোশাক পরিধান করেন তারা।
তবে বিপদে পড়ে একে অপরকে সাহায্যও করলেন যথেষ্ট। দুই অভিনেত্রীর অন্তর্বাস বদলানোর সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়। সেই ফোটোগ্রাফারের সৌজন্যে আপাতত গোটা দুনিয়ে জেনে গেছে ঠিক কী কী রঙের অন্তর্বাস কিনেছিলেন অ্যালিসিয়া এবং মেরি।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ