অভিনেত্রী গোয়েনেথ প্যালট্রোর সঙ্গে ক্রিস মার্টিনের ছাড়াছাড়ি হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। তবে এখনও তাদেরকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। সমুদ্র সৈকতে ঘোরাঘুরি থেকে মাঝেমধ্যে একসঙ্গে রাতও কাটান দু'জনে। আর এ বিষয়ে প্রশ্ন করতেই প্যালট্রো বললেন, ও (ক্রিস) আমার ভাইয়ের মতো। আমার বাড়িতে যখন তখন আসার অধিকার তার আছে।
কথাটা শুনে চোখ কপালে উঠলো? কিন্তু প্যালট্রো তো এমনটাই বললেন মিডিয়ার সামনে!
গোয়েনেথ প্যালট্রো তাঁর প্রাক্তন স্বামী সম্পর্কে বলেন, ''রোমান্টিক সম্পর্ক এখন নেই। তাতে কী! ক্রিস মার্টিন আমার ভাইয়ের মতো! ক্রিস যখন ইচ্ছে আমার বাড়িতে আসতে পারে।''
দু'জনে নাকি সজ্ঞানে ব্রেকআপ করেছিলেন। অথচ দুই সন্তান অ্যাপ্ল এবং মোজেসের সঙ্গে আবার সজ্ঞানেই সমুদ্র সৈকতে ঘোরেন তাঁরা।
প্যালট্রো বলেন, আমরা প্রচুর সময় একসঙ্গে কাটাই। এই তো সেদিন রাতের বেলায় আমার বাড়িতে এসে শুয়ে পড়ল ক্রিস। ও নাকি সারপ্রাইজ দেবে বাচ্চাদের। কাজেই আমরা একসঙ্গেই থাকছি।''
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ