কিছুদিন আগে সবাই তাকে গৌরাভ আরোরা নামে চিনতেন। কিন্তু এখন থেকে তিনি গৌরি আরোরা! শুধু যে নিজের নামোতাই বদলে ফেলেছেন তা কিন্তু নয় সে সাথে বদলে গেছে লিঙ্গটাও!
এমটিভির জনপ্রিয় টিভি রিয়েলিটি অনুষ্ঠান ‘স্প্লিটসভিলা’। এই অনুষ্ঠানের সাবেক প্রতিযোগী ছিলেন গৌরাভ আরোরা। তিনি যে ‘বাই-সেক্সুয়াল’ অনুষ্ঠান চলাকালেই তা সবাইকে বলেছিলেন। এবার নিজের লিঙ্গ পরিবর্তন করে সে কথারই প্রমাণ রাখলেন তিনি।
সম্প্রতি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের লিঙ্গ পরিবর্তনের কথা জানান এ তারকা। সেই সাথে তার নতুন চেহারার কিছু ছবিও দেন তিনি। ছবিতে আকর্ষণীয় পোষাকে আবেদনময়ী এক নারী হিসেবেই দেখা গেছে তাকে।
হরমোন পরিবর্তনের কিছু ইঞ্জেকশনের সাহায্যেই নাকি তিনি পেয়েছেন এ নমনীয় নারীসুলভ চেহারা। এছাড়া লেজার প্রযুক্তির সাহায্যে শরীরের লোমগুলো তুলে ফেলেছেন এবং চুলের নতুন ছাঁট দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
লিঙ্গ পরিবর্তনের ঘটনা বলিউডে নতুন নয়। এর আগে পাঙ্কাজ শর্মা ও ববি ডার্লিং এর মতো বলিউড তারকারাও তাদের লিঙ্গ পরিবর্তন করেছিলেন।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর