ক্যারিয়ারের গোড়ার দিকে তাপসী পান্নুকে নানা কথা শুনতে হতো তার ফ্যাশন-বোধের অভাব নিয়ে। তা নিয়ে মন খারাপও করতেন। কিন্তু ক্রমে বুঝতে পেরেছেন, সকলের কাছ থেকে প্রশংসা পাওয়াটা সম্ভবই নয়। এখন তাই আর ফ্যাশন-কনশাস নন তিনি! কে কী বললো সেটা নিয়ে মাথাও ঘামান না।
দক্ষিণের এ অভিনেত্রী বলেছেন, ''যা-ই পর না কেন, কখনওই সকলে বলবে না, তোমায় ভাল দেখাচ্ছে। কাজেই ওসব ভুলে যা ভাল লাগে, সেটাই পর।''
তবে বরাবরই যে তিনি এভাবে ভাবতেন না, সে কথাও জানিয়েছেন নায়িকা। বলেন, ''প্রথমদিকে সমালোচনা শুনে একটু মন খারাপ হতো বইকী! কিন্তু পরে ভাবলাম, এতজন যখন খারাপ বলছেন, কিছু খামতি নিশ্চয়ই আমার মধ্যে রয়েছে। সেটা মেনেও নিয়েছিলাম।'' সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/এস আহমেদ