সাবেক প্রেমিকের জন্মদিনের পার্টিতে থাকবেন না বলে তাড়াহুড়ো করে শ্যুট শেষ করলেন ক্যাটরিনা কাইফ।
জন্মদিনটা কাজের মধ্যেই কাটিয়েছিলেন রণবীর কাপুর। ‘জগ্গা জাসুস’এর শ্যুটে ব্যস্ত ছিলেন দিনভর। সব শেষে সেট’এই মাতেন পার্টিতে। আর ঠিক সেই কারণেই সেট ছেড়ে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্যাটরিনা।
রণবীরের আগেই নিজের কাজকর্ম গুটিয়ে ফেলে বেরিয়ে গিয়েছিলেন। সকলেই অবশ্য চেয়েছিলেন, তিনি অপেক্ষা করুন। কিন্তু ক্যাটরিনা বোধহয় কোনও অস্বস্তিকর পরিস্থিতি চাননি বলেই থাকেননি।
বিডি-প্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন