ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল অ্যাটাকের পক্ষে কথা বলায় সমালোচিত হচ্ছেন সংগীতশিল্পী আদনান সামি। বর্তমানে ভারতীয় নাগরিক হলেও সামি জন্মসূত্রে পাকিস্তানি। এ বছরের শুরুর দিকেই ভারতীয় নাগরিকত্ব পান সামি।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারত। এ হামলার জন্য ভারতের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার টুইট করেন আদনান সামি।
পাকিস্তানিরা এখন তার টুইটকে নিয়ে ট্রল বানাচ্ছে। আদনান সামিকে প্রতারক, হারামখোর আখ্যা দিচ্ছেন অনেক পাকিস্তানি নাগরিক। আদনান সামির বাবা পেশায় পাকিস্তানি বিমান বাহিনীর সদস্য ছিলেন। অথচ তার ছেলে হয়ে এমন টুইট করায় আদনান সামিকে বিশ্বাসঘাতকও বলছেন অনেকে।
আহমাদ নামে একজন টুইটারে লিখেছেন, 'সামি, শেম অন ইউ।' মালিক জুবায়ের নামের এক ব্যক্তি এ টুইটের জন্য সামিকে 'গাদ্দার' বলে আখ্যায়িত করেছেন। মারিয়া আজিজ নামের একজন লিখেছেন, 'এটা শুনে খুব দুঃখ পেয়েছি। অনেক অনেক ঘৃণা প্রকাশ করছি।'
বিডি প্রতিদিন/১ অক্টোবর, ২০১৬/ফারজানা